মূল পাতা আরো পাঠকের কলাম নানাভাইকে নিয়ে স্মৃতিচারণ
আ ফ ম আকরাম হুসাইন 09 August, 2022 08:14 AM
রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত হাফেজ্জী হুজুর রহ. এর পরশধন্য দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া নুরিয়া ইসলামিয়ার প্রবীণ দপ্তর ম্যানেজার ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাস্টার আনসার উদ্দিন হাওলাদারের মৃত্যুতে শোকাভিভূত ও স্তব্ধ পুরো নূরিয়া অঞ্চল।
নূরিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক, প্রতি ইঞ্চি মাটি ও বালু-কণার সাথে ছিল আনসার উদ্দিন হাওলাদারের অকৃত্রিম ভালবাসা; মায়া-মমতা। ভালবেসে সকলে তাকে 'নানাভাই' বলে ডাকতেন।
মফস্বল ও গাও-গ্রাম থেকে দুঃস্থ-অসহায়, গরীব-এতীম ছাত্রদেরকে নিয়ে এসে কুরআন-সুন্নাহর শিক্ষার সুযোগ করে দিতেন তিনি। কোনো গরীব ছাত্রের যদি মাদরাসার নির্ধারিত ব্যয়- বোর্ডিং খরচ ইত্যাদি দেয়ার সক্ষমতা না থাকতো, তবে তার আশ্রয়ের জায়গা ছিলেন নানাভাই মরহুম আনসার ম্যানেজার। তিনি অনুনয়-বিনয় করে গরীবের পক্ষে লড়তেন মুহতামিমের টেবিলে। মুহতামীম সাহেবও তাকে মূল্যায়ন করতেন স্বাচ্ছন্দ্যে। যেকোনো উপায়ে অসহায়কে সহযোগিতা করা ছিল তার জীবনের অন্যতম সৌন্দর্য। প্রায় তিন যুগ ধরে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে জামিয়া নূরিয়ায় ভালোবাসা বিলিয়ে গেছেন নানাভাই।
নানাভাইর ইন্তেকালে আমরা শোকাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমিন।
লেখক: উস্তায, জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।