রহমত ডেস্ক 09 August, 2022 09:22 PM
নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরও ১৩ জন।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান এ তথ্য নিশ্চিত করেছেন।
লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, আজ মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। তবে উদ্ধার হওয়া জেলেরা আজ মঙ্গলবার বিকেলে মোবাইলে এ সংবাদ জানান।
স্থানীয়রা জানান, এমভি নিশান নামে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝিকে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সব মাঝির বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে।