| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু


তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু


রহমত ডেস্ক     09 August, 2022     02:12 PM    


রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আল আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।

সোমবার (৮ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিন। তিনি জামালপুর সদরের মুছা মিয়ার ছেলে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক এসএম আইউব হোসেন বলেন, ‘আল আমিনের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন দগ্ধ দুজনের অবস্থাও আশঙ্কাজনক। ’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ’

এর আগে শনিবার দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। আর রোববার রাতে একজন ও সোমবার রাতে দুজন মারা যান।

নিহতরা হলেন- নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫), আলমগীর হোসেন আলম (২৩), মিজানুর রহমান (৩৫), মাসুম আলী (৩৫) ও আল আমিন (৩০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা