| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য 'সরকারের লুটপাটের কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে'


'সরকারের লুটপাটের কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে'


রহমত ডেস্ক     08 August, 2022     06:09 PM    


'সরকারের লুটপাটের কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে' বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, বিশ্ববাজারে যে দাম বেড়েছে জ্বালানি তেলের, তার থেকে বেশি দাম বাড়িয়েছে সরকার।

আজ (০৮ আগস্ট) সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন ।

বিরোধীদলীয় উপনেতা বলেন, সরকারের লুটপাটের কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। কুইকরেন্টালের নামে সরকারের কিছু লোককে হাজার হাজার টাকা দেয়া হয়েছে। যার কারণে দেশের এ অবস্থা বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি অভিযোগ করে বলেন, দেশের সব রাজনৈতিক দলগুলোকে বিলুপ্ত করে দেয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। জ্বালানি তেলের মূল্য কমাতে সরকারের প্রতি আহবান জানান জিএম কাদের।