মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে পথ হারাবে না বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী
রহমত ডেস্ক 08 August, 2022 07:07 PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যতই হুমকি-ধামকি আসুক, শেখ হাসিনার নেতৃত্বে পথ হারাবে না বাংলাদেশ।
সোমবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গমাতা ছিলেন সাধারণ মানুষের কাছাকাছি। তার সমস্ত গুণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে রয়েছে। তিনি পেছনে থেকে বঙ্গবন্ধুকে সবসময় নিরবে শক্তি জুগিয়েছেন।
এম এ আবদুল মান্নান বলেন, উপমহাদেশের আগের নেতারা ক্যামব্রিজ, অক্সফোর্ড, আলীগড়; নিদেনপক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছিল। এই প্রথম আমরা আকাশ থেকে নামলাম। শেখ মুজিবকে নেতৃত্ব দিতে দেখলাম। যিনি বাংলার মাটি থেকে উঠে এসেছেন। বঙ্গবন্ধু সফল হয়েছিলেন। কারণ, তিনি গ্রামের মানুষ, কৃষক, শ্রমিক এদের নিয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রীও তার পিতার মতো গ্রামগঞ্জ নিয়ে ভাবেন।’
অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, বাঙালীর বটবৃক্ষ ছিল বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধুর ছায়াবৃক্ষ ফজিলাতুন্নেসা। সমস্ত আন্দোলন সংগ্রামে নেপথ্য তার ভূমিকা ছিল অনস্বীকার্য।