রহমত ডেস্ক 07 August, 2022 01:48 PM
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. আলম এবং গাজী মাজহারুল আনোয়ার।
শনিবার (৬ আগস্ট) দিনগত রাত ১১টার দিনে আলম ও রাত তুইটার দিকে গাজী মাজহারুলের মৃত্যু হয়। মাজহারুল গ্যারেজটির মালিক ছিলেন।
আলম শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ও মাজহার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
গ্যারেজে দগ্ধ অন্যরা হলেন মিজান, নূর হোসেন, মাসুম মিয়া, আল-আমিন, শরিফুল ইসলাম এবং শাহিন মিয়া। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটির আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৪৫-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
গতকাল দুপুরে তুরাগের কামারপাড়া এলাকার রাজাপাড়ায় মাজহারুলের রিকশার গ্যারেজটিতে বিস্ফোরণ হয়। এতে আটজন দগ্ধ হন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা উত্তরা পশ্চিম