| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি দে‌বে সৌ‌দির তাবুক বিশ্ব‌বিদ্যালয়


বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি দে‌বে সৌ‌দির তাবুক বিশ্ব‌বিদ্যালয়


রহমত ডেস্ক     02 August, 2022     07:32 AM    


বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষাবৃত্তির আওতায় আরও শিক্ষার্থী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সৌ‌দি আর‌বের তাবুক বিশ্ববিদ্যালয়। সোমবার (১ আগস্ট) তাবুক বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ এম আলথিয়াবির সাথে সৌ‌দি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বৈঠক শেষে এ তথ্য জানা যায়।

রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান ছাড়াও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে শিক্ষক নিয়োগের অনুরোধ জানান জাবেদ পাটোয়ারী। জবা‌বে বিশ্ব‌বিদ‌্যালয় রেক্টর জানান, বিশ্ব‌বিদ‌্যালয়‌টি‌তে কয়েকজন বাংলাদেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

দূত‌াবা‌সের তথ‌্য বল‌ছে, সৌ‌দির তাবুক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী অধ‌্যয়ন কর‌ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি‌তে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। 

বৈঠ‌কে জেদ্দার বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।