| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম


আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম


রহমত ডেস্ক     31 July, 2022     02:00 PM    


২০২০ সালের তুলনায় ২০২১ সালে ব্যয়ের চেয়ে আয় বেড়েছে  আওয়ামী লীগের। রোববার (৩১ জুলাই) সকালে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের কাছে এ প্রতিবেদন জমা দেন। সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা, যা আগের বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ দুই হাজার ৫৭৩ টাকা বেশি। ২০২০ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা।

এ ছাড়া গত বছর আওয়ামী লীগের ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা, যা ২০২০ সালের তুলনায় ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা কম। ২০২০ সালে দলটির ব্যয় হয়েছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।

মোট আয়-ব্যয়ের হিসাব করলে ২০২১ সালে আওয়ামী লীগের ব্যয়ের তুলনায় আয় বেড়েছে দ্বিগুণ। অর্থাৎ গত বছরে দলটির ব্যয়ের চেয়ে আয় বেশি প্রায় ১৫ কোটি।