| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী রাজধানীতে পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ চলছে


রাজধানীতে পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ চলছে


রহমত ডেস্ক     24 July, 2022     11:59 AM    


ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ (২৪ জুলাই) রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে আয়োজনে এ সমাবেশ শুরু হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন।

বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

বিএনপির মহানগর উত্তর সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, মহানগর বিএনপি নেতা নবি উল্লা নবী, ফখরুল ইসলাম রবিন, আরিফা সুলতানা রুমা, যুবদল নেতা মামুন হাসান, মোনায়েম মুন্না, কেএম জোবায়ের এজাজ, গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ, জাসাস নেতা জাকির হোসেন রোকন, ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা