| |
               

মূল পাতা জাতীয় আজ ঢাকার কোন এলাকায় কখন লোডশেডিং


আজ ঢাকার কোন এলাকায় কখন লোডশেডিং


রহমত ডেস্ক     24 July, 2022     09:23 AM    


দ্যুতের ঘাটতি মোকাবিলা করতে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। এজন্য সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করছে দুই বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকো।সেই অনুযায়ী আজ (২৪ জুলাই) রবিবার তালিকা প্রকাশ করেছে তারা।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি-ডিপিডিসি, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-ডেসকো, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ওজোপাডিকোর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

তবে বিদ্যুতের অন্য বিতরণ কোম্পানির মধ্যে পিডিবি ও আরইবি এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করেনি। তারা জানায়, তাদের এলাকার ব্যাপ্তি বড় হওয়ায় তারা স্থানীয়ভাবে গ্রাহকদের লোডশেডিংয়ের বিষয়ে জানাচ্ছে।

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি। অন্যদিকে রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গী ও পূর্বাচলসহ ঢাকা ও গাজীপুরের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ডেসকো।

ডিপিডিসির রবিবারের লোডশেডিংয়ের তালিকা

ডেসকোর রবিবারের লোডশেডিংয়ের তালিকা