মূল পাতা মুসলিম বিশ্ব ৬ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা
মুসলিম বিশ্ব ডেস্ক 23 July, 2022 05:16 PM
ছয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকা থেকে সাগরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা 'মায়ান' আজ (শনিবার) প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার এবং প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে সাগরের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেছেন।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন মাঝে মধ্যেই এ ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। তবে আজ কোন সংগঠনের পক্ষ থেকে এই পরীক্ষা চালানো হয়েছে তা সংবাদ মাধ্যমটি স্পষ্ট করেনি।
এর আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতাহ হামাদ বলেছেন, ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পর ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো হয়েছে। ফিলিস্তিনে ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র শক্তি এখন দখলদার ইসরাইলের আতঙ্ক হয়ে উঠেছে। আত্মরক্ষার্থে ফিলিস্তিনিরা তাদের সামরিক শক্তি বাড়াতে বাধ্য হচ্ছে।