রহমত ডেস্ক 23 July, 2022 02:21 PM
কুষ্টিয়ার হালসা রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের তিনিট বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় কনটেইনা থেকে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেল পুলিশের ওসি মনজের আলী। তিনি বলেন, বিকল্প লাইনে এ ঘটনা ঘটনায় মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
তিনি আরও বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু লুপ লাইনে ওঠার পর ব্রেক ধরতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি কনটেইনার ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। তবে পরিশোধিত তেল হওয়ায়, আর বিকল্প লাইনে দুর্ঘটনা হওয়ায় এতে কোন ঝুঁকি নেই।
মনজের আলী বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।