| |
               

মূল পাতা জাতীয় সরকার বিদ্যুৎ-সংকটে ভয়ের কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


ফাইল ছবি

বিদ্যুৎ-সংকটে ভয়ের কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     20 July, 2022     09:34 AM    


বিদ্যুৎ-সংকটে ভয়ের কারণ নেই বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সকলের সহযোগিতায় পরিস্থিতি উত্তরণ সম্ভব হবে। যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে। বিদ্যুৎ-সংকটে ভয়ের কারণ নেই।

মঙ্গলবার (১৯ জুলাই) বগুড়ার হোটেল মম ইনের কনফারেন্স রুমে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে ডিজেল ও ফার্নেস ঘাটতি দেখা দিতে পারে। ফলে দেশে ডিজেল ও ফার্নেসভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো চালানো সম্ভব নাও হতে পারে। এই কারণে সৃষ্ট বিদ্যুৎ-সংকট পরিস্থিতি মাথায় রেখে এখন থেকেই সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে বিরত না হলে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাবে।