মূল পাতা মুসলিম বিশ্ব পাঞ্জাবে ২০ আসনের ১৫টি জিতে ইমরান খানের দলের বাজিমাত
মুসলিম বিশ্ব ডেস্ক 18 July, 2022 09:52 AM
পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদ সদস্যদের উপনির্বাচনে ২০ আসনের ১৫টি জিতেছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানে সাবেক এ প্রধানমন্ত্রীর দল এক আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যূত হবার পর প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে উতরে গেছেন। পাঞ্জাবের তার দলত্যাগী ২০ জন প্রাদেশিক পরিষদ সদস্যের আসনের উপনির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ১৫টি আসনে জয়লাভ করেছে। হেরেছে লাহোরে একটি, দক্ষিণ পাঞ্জাবের তিনটি এবং উত্তরে একটি আসনে।
মাত্র ১০টি আসন পেলেই যেখানে পিটিআই পাঞ্জাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত সেখানে ১৫টি আসন পাওয়ায় এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজাহ শাহবাজের আর ক্ষমতায় থাকা হচ্ছে না।
নির্বাচনের ফলাফল পরিষ্কার হতেই পিটিআই তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, ‘শুকরিয়া পাকিস্তান, ফ্যাসিবাদী আমদানি করা সরকার পরাজিত হয়েছে’!
সূত্র : জিও টিভি, এক্সপ্রেস ট্রিবিউন।