মূল পাতা আন্তর্জাতিক যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র আছে ততক্ষণ পর্যন্ত ইসরাইল একা নয়: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক 15 July, 2022 10:13 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র আছে ততক্ষণ পর্যন্ত ইসরাইল একা নয়। তিনি আরও বলেন, শুধুমাত্র তিনি কিংবা যুক্তরাষ্ট্রের অন্য আরেকজন প্রেসিডেন্ট নন, ইসরায়েলের সঙ্গে তাদের জাতিগত গভীর সম্পর্ক।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ইসরাইল সফরে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন জো বাইডেনকে ‘প্রেসিডেন্টশিয়াল মেডেল অব অনার’ প্রদান করেছে ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ বৃহস্পতিবার বাইডেনের হাতে এই মেডেল তুলে দেন। ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবর অনুসারে, ইসরায়েলের প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ পদক এই প্রেসিডেন্টশিয়াল মেডেল। ইসরায়েলের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়।
পদক গ্রহণের পূর্বে বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র সর্বদা ইসরাইলের পাশে থাকবে। এখনো অনেক কিছু করার বাকি। এ কারণে ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চারদিনের সফরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। শুক্রবার ইসরাইল থেকে সরাসরি তিনি জেদ্দা যাবেন।