রহমত ডেস্ক 14 July, 2022 12:21 PM
ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, অতি সম্প্রতি সংস্থাটির বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। করোনার পর থেকে দুই দফা পানির দাম বাড়ানোর পর এখন আবার বাড়ানোর সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ আলম বলেন, করোনার পরিস্থিতির ফলে মানুষ এখনও সোজা হয়ে দাড়াতে পারেনি। অপরদিকে দেশে ভয়াবহ বন্যায় মানুষের জীবন বিপর্যস্ত। এরমধ্যে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। ওয়াসার পানি এখন ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানিতে গন্ধ আসছে। ওয়াসার পানি পানযোগ্য নয়। সেবার মান বৃদ্ধি না করে বার বার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের সাথে একধরণের তামাশার শামিল। সেবার মানবৃদ্ধি করতে হবে। ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারলে পানির দাম বাড়ানোর কোন প্রয়োজন হবে না। ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ওয়াসা কর্তৃপক্ষকে ফিরে আসার আহ্বান জানান তিনি।