| |
               

মূল পাতা রাজনীতি ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক


ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক


রহমত ডেস্ক     13 July, 2022     04:43 PM    


ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (১৩ জুলাই) বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কারী জিন লুইসের সঙ্গে সাক্ষাতের ঠিক পরদিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ হলো।