| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ঈদের ছুটিতে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত


ঈদের ছুটিতে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত


রহমত ডেস্ক     12 July, 2022     10:47 AM    


প্রতি বছর ঈদুল আজহার ছুটিতে লাখো পর্যটকে মুখর থাকলেও এবার পর্যটক শূন্য হয়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকত।  এবছর সৈকত ও হোটেল-মোটেল জোনে শুধুমাত্র স্থানীয় ও কিছু পর্যটককে সমুদ্র সৈকতে বিচরণ করতে দেখা গেছে। আর ঈদুল আজহার দিন একেবারেই পর্যটক শূন্য ছিল সমুদ্র সৈকত।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, এই ঈদে মাত্র ৩০ থেকে ৩৫% হোটেল বুকিং হয়েছে। তাই এবার আশানুরূপ ব্যবসা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে বন্যা ও এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পর্যটক আগমন হ্রাস পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের মন্দা অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব দেশেও পড়েছে। এসব কারণে পর্যটক আগমনে নেতিবাচক প্রভাব পড়ার আশংকাও করছেন ব্যবসায়ীরা।