| |
               

মূল পাতা সারাদেশ পদ্মা সেতুর টোল প্লাজায় ধীরগতি,গাড়ির সারি দীর্ঘ হচ্ছে


পদ্মা সেতুর টোল প্লাজায় ধীরগতি,গাড়ির সারি দীর্ঘ হচ্ছে


রহমত ডেস্ক     11 July, 2022     11:07 PM    


ঈদের ছুটির শেষ দিনে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু দিয়ে এবার ঈদে বাড়ি এসেছে। এখন ফিরে যাচ্ছে এই সেতু দিয়ে। এ কারণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের চাপ বাড়ায় ধীরগ‌তি শুরু হয়েছে। সন্ধ্যা ৭টার পর থেকে এই চাপ বেড়েছে।

সোমবার (১১ জুলাই)  রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী শওকত হোসেন বলেন, সকাল থেকে রাস্তায় তেমন কোনো যানবাহনের চাপ ছিল না। তবে বিকেল থেকে কিছুটা চাপ বাড়তে শুরু করলেও এটি সন্ধ্যার পরে আরও বেড়ে যায়। টোল প্লাজা থেকে নাওডোবা গোল চত্বর পর্যন্ত গাড়ির সারি হয়ে যায়। এখন ধীরে ধীরে তারা টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু পারাপারে যানবাহনের ধীরগতি আছে। তবে টোল আদায়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। টোল প্রদান করেই পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে যানবাহন। কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি হওয়ায় আস্তে আস্তে পেছন দিকে গাড়ির বহর লম্বা হচ্ছে।

বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আসা রাব্বি বলেন, মঙ্গলবার সকালে অফিসে যোগ দিতে হবে। রাস্তায় তেমন কোনো যানজটে পড়তে হয়নি। কিন্তু টোল প্লাজায় আসার পর বেশ সময় লাগছে। টোল প্লাজার সামনে যেতে আমি এখানে প্রায় আধা ঘণ্টা ধরে বসে আছি। হয়তো আরো সময় লাগবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা শরীয়তপুর জাজিরা