| |
               

মূল পাতা সারাদেশ ৩০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ, ২৬ শিশু-কিশোরকে পুরস্কৃত


৩০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ, ২৬ শিশু-কিশোরকে পুরস্কৃত


রহমত ডেস্ক     10 July, 2022     05:16 PM    


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করায় ২৬ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে ৫ জনকে বাইসাইকেল এবং ২১ জনকে জায়নামাজ ও কুরআন শরীফ দিয়েছেন বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটি।

শুক্রবার (৮ জুলাই) জুমার নামাজের পর ওই কিশোরদের হাতে এ পুরস্কার তুলে দেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফজলে এলাহী, বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মো. জাহিদুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ।

মসজিদ কমিটির সভাপতি মো. শামসুল আলম বাবুয়া বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে ৫ জনকে বাইসাইকেল ও বাকি ২১ জনকে বিভিন্ন উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে শিশুদের নামাজে মনোযোগী করতে এ উদ্যোগ চালু থাকবে আমাদের মসজিদে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর দিনাজপুর বীরগঞ্জ