| |
               

মূল পাতা সারাদেশ ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার ৩ জামাত অনুষ্ঠিত


ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার ৩ জামাত অনুষ্ঠিত


রহমত ডেস্ক     10 July, 2022     11:37 AM    


বিশ্ব ঐতিহ্যর অংশ বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মোট ৩টি জামাতে ১০ হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করছেন।

আজ (১০ জুলাই) রবিবার ঈদের প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৭টা ৪৫, তৃতীয় ও সর্বশেষ জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেছেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবছরের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামাতে ১০ হাজারের বেশি মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা বাগেরহাট বাগেরহাট সদর