রহমত ডেস্ক 10 July, 2022 07:50 AM
সৌদি আরবের সঙ্গে মিল রেখে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। শনিবার ভোর ৫টা ১০ মিনিটে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
কুয়েতের ধর্ম মন্ত্রণালয় থেকে নির্ধারিত ৪৬টি ঈদগাহ ছাড়াও জুমা মসজিদে, উন্মুক্ত স্থানসহ কুয়েতে সরকার অনুমোদিত ২০টির বেশি মসজিদে ঈদের জামাতে বাংলায় খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। পরিবার ছাড়া দূর প্রবাসে থাকা বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। কুয়েত গ্র্যান্ড মসজিদ এবং জিলিব এলাকায় হাসাবিয়া সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
কুয়েতে প্রবাসী বাংলাদেশি কয়েকটি পরিবার মিলে এবং সামর্থ্যবান প্রবাসী বাংলাদেশিরা কয়েকজন মিলে পশু কুরবানি করেন। এবারের ঈদের আনন্দের ছোঁয়া লাগেনি সিলেট প্রবাসীদের মধ্যে। সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট প্রবাসীদের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর কষ্টের কারণে খুশি নেই।