রহমত ডেস্ক 08 July, 2022 09:13 PM
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিশ্ব পরিমন্ডলের উন্নয়ন ও বিশ্ব শান্তি স্থাপনসহ সবখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। সারাবিশ্ব যখন বৈশ্বিক সংকটে চুপ, তখন সারাবিশ্বের সংকট দেখে তিনি (শেখ হাসিনা) মতামত দেন, উদ্বেগ দূর করতে কথা বলেন। দেশের উন্নয়নের সব সূচকে শেখ হাসিনার পরশ পাথরের ছোঁয়া লেগেছে। একজন শেখ হাসিনা আমাদের কাছে দৃষ্টান্ত। তিনি দেশের বাইরেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের অভিবাসী সংকটে লক্ষ লক্ষ বিপন্ন মানুষকে আশ্রয় দিয়ে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দু:সময়ে পাশে থাকা আপনজন। তিনি আদর্শ ও নীতি-নৈতিকতার প্রশ্নে, দলের প্রশ্নে, দৃঢ়তার প্রশ্নে সেদিন সাহস দেখিয়েছেন। তার মত সততা, আদর্শিক দৃঢ়তা ও দু:সময়ে পাশে দাঁড়ানোর মানসিকতা ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাহারা খাতুনের শারীরিক মৃত্যু হলেও কীর্তির মধ্যে তিনি বেঁচে থাকবেন।
আজ (৮ জুলাই) শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কাজী শাহনারা ইয়াসমিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একেএম নূর-উন-নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ।