| |
               

মূল পাতা ইসলাম এবার ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন হজ পালন করলেন


এবার ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন হজ পালন করলেন

পুরুষ ৪ লাখ ৮৬ হাজার ৪৫৮ এবং নারীর ৪ লাখ ১২ হাজার ৮৯৫


রহমত ডেস্ক     08 July, 2022     11:11 PM    


চলতি বছর পবিত্র হজ পালন করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান। তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন সৌদি আরবের আবাসিক এবং অনাবাসিক নাগরিক। হজ পালন করা বিদেশির সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন। হজ পালন করা পুরুষের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৪৫৮ জন এবং নারীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৮৯৫ জন।

শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ পালন করা হয় আজ। দুই বছর বিরতির পর সারাবিশ্ব থেকে ১০ লাখ হজযাত্রীকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। প্রতি হিজরি বছরের ৯ জিলহজ মুসলিম উম্মাহকে হজ পালনে ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হতে হয়। এই নির্দেশ পালনে এবার ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন।