রহমত ডেস্ক 07 July, 2022 05:33 PM
লোডশেডিং কত দিন চলতে পারে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সারাদেশে চলমান লোডশেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে নিতে পারলে ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোতেও রয়েছে জানিয়ে তৌফিক-ই-এলাহী বলেন, জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে।
সেসব দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে দাবি করে তিনি বলেন, আত্মতুষ্টির সুযোগ নেই। চলমান এই পরিস্থিতি যুদ্ধের মতো। সবাই মিলে চেষ্টা করলে পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে তার বিদ্যুৎ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকে সাশ্রয়ী হতে হবে। এসি ২৫ ডিগ্রির নিচে না রাখা, আলোকসজ্জা না করা, রাতের অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
এ ছাড়া সভায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য করোনাকালের অফিসসূচি ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে জানিয়ে তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, অফিসের সময় সংশোধন করে ৯টা থেকে ৩টা করা যায় কি-না, বা ঘরে বসে কাজ করা যায় কি-না, এ বিষয়টি সরকারের উচ্চ পর্যায় চিন্তা করতে পারে।