রহমত ডেস্ক 07 July, 2022 01:41 PM
দেশের সব বিভাগেই কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্ভাবাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস জানায়, ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় সকাল ৯টায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিলেটে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং শুক্রবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিট।