| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ঈদ উপলক্ষে পাকিস্তানে ট্রেনের ভাড়া কমলো ৩০ শতাংশ


ঈদ উপলক্ষে পাকিস্তানে ট্রেনের ভাড়া কমলো ৩০ শতাংশ


মুসলিম বিশ্ব ডেস্ক     07 July, 2022     05:13 PM    


যাত্রীদের সুবিধার্থে ঈদুল আজহা উপলক্ষে রেলপথে ভ্রমণে ৩০ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে  পাকিস্তান। ঈদের তিন দিনে সারাদেশে চলমান সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে পাকিস্তান রেলওয়ে।

বৃহস্পতিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে,  ঈদ উপলক্ষে চালানো বিশেষ ট্রেনগুলোতে এই ডিসকাউন্ট পাওয়া যাবে না। মূলত প্রধান এবং শাখা লাইনে চলাচলকারী সকল ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ডিসকাউন্টের এই সুযোগ থাকবে।

পবিত্র ঈদুল আজহার তিন দিনে পাকিস্তান রেলওয়ের ইকোনমি ক্লাস, এসি পার্লার, এসি স্লিপার, এসি বিজনেস এবং এসি স্ট্যান্ডার্ড ক্লাসে ভ্রমণের সময় ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা।

পাকিস্তান রেলওয়ের সাতটি বিভাগের বিভাগীয় সুপারিনটেনডেন্ট এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নিয়মিত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এ ছাড়াও পাকিস্তান রেলওয়ের আইটি বিভাগকে ঈদের ছুটিতেও ছাড় দেওয়া হবে যাতে তারা তাদের পরিবারের সাথে উৎসব উদযাপন করতে তাদের নিজ শহরে ভ্রমণ করতে পারে।