| |
               

মূল পাতা জাতীয় 'কুরবানীকৃত পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে'


'কুরবানীকৃত পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে'


রহমত ডেস্ক     06 July, 2022     08:59 PM    


খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল আজহায় কুরবানীকৃত পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কুরবানীর পশুর চামড়ার হকদার গরীব-ইয়াতিমরা যাতে চামড়ার ন্যায্য মূল্য পায় সে জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত কয়েক বছর দেখা গেছে অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যায় না। অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। দাম না পেয়ে অনেক চামড়া ফেলে দেয়া হয়েছে। এ বছর যাতে সেসব ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (০৫ জুলাই) খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, খন্দকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, তাওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

বন্যা প্রসঙ্গে ড. আহমদ আবদুল কাদের বলেন,  সিলেট-সুনামগঞ্জ-সহ দেশের বন্যাদুর্গত এলাকার পুনর্বাসনে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্যায় সুনামগঞ্জ- সিলেটের লাখ লাখ পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বানের পানিতে মানুষের ঘর-বাড়ী ভেসে গেছে। ফল-ফসল নষ্ট হয়েছে। রাস্তা-ঘাট ভেঙ্গে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে।