| |
               

মূল পাতা রাজনীতি ভয়াবহ লোডশেডিং জনজীবন  দুর্বিষহ করে তুলেছে: মাওলানা ইমতিয়াজ


ফাইল ছবি

ভয়াবহ লোডশেডিং জনজীবন  দুর্বিষহ করে তুলেছে: মাওলানা ইমতিয়াজ


রহমত ডেস্ক     06 July, 2022     05:13 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সারাদেশে ভয়াবহ লোডশেডিং জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। সরকার বলছে ১০০ ভাগ বিদ্যুৎয়ায়ন করা হয়েছে। এখন দেখি সারাদেশে লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ করে তুলছে। এভাবে প্রতারণার কোন মানে হয় না।

আজ (০৬ জুলাই) বুধবার এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আলম এসব কথা বলেন।

সরকার দলীয় নেতাকর্মীদের ভয়াবহ দুর্নীতির কারণে আজ সর্বক্ষেত্রে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এরমধ্যে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এখন আবার বিদুত্যের দাম বাড়ানোর কথা শোনা যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত না করে এবং নিরোবচ্ছিন্ন বিদ্যুতের সার্ভিস নিশ্চিত না করে বার বার বিদুতের দাম বাড়ানোর চক্রান্ত দেশবাসী রুখে দাড়াবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লোডশেডিং-এর জন্য আলোকস্বজ্জা বন্ধের কথা বলেছেন। কিন্তু তিনি দুর্নীতি বন্ধের কথা বলেননি। দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারলে লোডশেডিং থাকবে না।