রহমত ডেস্ক 06 July, 2022 05:47 PM
বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারের আল-আমিনের জ্বালানি তেলের দোকান থেকে বুধবার সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী, পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: গোলাম মোস্তফা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরো বলেন, আল আমিনের জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে পুলিশ বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।