| |
               

মূল পাতা জাতীয় প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৭-৫২ টাকা; ছাগল ১৮-২০


এবারে প্রতি বর্গফুট গরুর চামড়ায় ৭ টাকা বাড়ছে

প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৭-৫২ টাকা; ছাগল ১৮-২০


রহমত ডেস্ক     05 July, 2022     02:16 PM    


এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৭ টাকা বাড়িয়ে ৪৭ থেকে ৫২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়িয়ে ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (৫ জুলাই) মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভায় সরাসরি যুক্ত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা ও তথ্য সচিব মো. মকবুল হোসেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। গত বছর ২০২১ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। এছাড়াও খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে। গত বছর সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা, পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম ছিল ১২ থেকে ১৪ টাকা।