| |
               

মূল পাতা জাতীয় হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব


হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব


রহমত ডেস্ক     04 July, 2022     03:48 PM    


হজ পালনের উদ্দেশে রোববার (৩ জুলাই) রাতে সৌদি আরব পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান ও স্বাস্থ্য সচিব।  

সোমবার (৪ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রোববার বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজন সচিব সৌদি আরব এসেছেন। এসব হজযাত্রীদের রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা গেছেন বলে জানিয়েছে দূতাবাস। 

এদিকে রোববার (৩ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফেসবুক পেজে হজের পোশাক পরিহিত ছবিসহ একটি পোস্ট করা হয়েছে।  ফেসবুক পেজের ওই পোস্টে বলা হয়েছে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে পবিত্র নগরী মক্কায় হজ পালনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

যাত্রাকালে স্বাস্থ্যমন্ত্রী তার নিজ জেলা মানিকগঞ্জ বাসীসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া প্রার্থনা করেন।