রহমত ডেস্ক 02 July, 2022 10:09 PM
সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ সারদেশে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানবিক বিপর্যয়ের কারন হিসেবে ভারতীয় পানি আগ্রাসন কে দায়ী করে তীব্র ক্ষোভ প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ বলেন, এই পানি আগ্রাসন এর বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং, সরকারের নতজানু পররাষ্ট্র নীতিরও কঠোর সমালোচনা করেন। বছরের পর বছর বাংলাদেশের জনগণকে বন্যা এবং খরায় নাজেহাল করে আন্তর্জাতিক অপরাধ করছে ভারত সরকার, এটা আর মেনে নেওয়া যায় না।
আজ (২ জুলাই) শনিবার বেলা ২ টায় নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর দায়িত্বশীলদের জরুরি মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের খা এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী দ্বীনে আলম হারুনীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির সহ অর্থ সচিব মাওলানা আনওরুল কবীর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব আলহাজ্ব শাকিরুল হক খান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ খান, মহানগর প্রচার সম্পাদক মুফতী ওয়াহিদুজ্জামান, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলা ছাত্র সমাজ সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমুখ।