| |
               

মূল পাতা জাতীয় হজে গিয়ে আরও এক বাংলাদেশির ইন্তিকাল


প্রতীকী ছবি

হজে গিয়ে আরও এক বাংলাদেশির ইন্তিকাল


রহমত ডেস্ক     01 July, 2022     10:12 AM    


সৌদি আরবে হজ করতে গিয়েআরও এক বাংলাদেশি ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) পবিত্র মক্কায় তার মৃত্যু হয়। এই হজযাত্রীর নাম ফাতেমা বেগম (৫৯)। তার বাড়ি ঢাকার সাঁতারকুলে।

পাসপোর্ট নম্বর-EE0382843। এ নিয়ে হজ করতে গিয়ে এখন পর্যন্ত আট বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ পাঁচ ও নারী তিনজন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৪ হাজার ৭৮৬ জন রয়েছেন। ১৩৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি, সৌদিয়া পরিচালিত ৫০টি এবং ফ্লাইনাসের ৮টি ফ্লাইট রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী মাসের ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।