মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের ১৪তম প্রধানমন্ত্রী হলেন ইয়ার লাপিদ
আন্তর্জাতিক ডেস্ক 01 July, 2022 08:03 PM
দখলদার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ। আজ (০১ জুলাই) শুক্রবার ইসরাইলের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল।
খবরে বলা হয়, ইসরাইলের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার কারণে লাপিদের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। আগামী ১ নভেম্বর ইসরাইলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন তিনি।
এদিকে এক টুইটবার্তায় নতুন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ।
প্রসঙ্গত, গত বছর বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে নাফতালি বেনেটের জোট সরকার। কিন্তু, এক বছরের মাথায় এ জোটে ভাঙন ধরে। গত সপ্তাহে নাফতালি বেনেটের সরকার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন হলে এটি হবে গত চার বছরেরও কম সময়ে দেশটিতে হওয়া পঞ্চম জাতীয় নির্বাচন।