| |
               

মূল পাতা আন্তর্জাতিক পশুর হাটে জাল নোট যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা


পশুর হাটে জাল নোট যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা


আন্তর্জাতিক ডেস্ক     30 June, 2022     12:55 PM    


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে জালনোট প্রতিরোধে বিনা খরচে নোট যাচাইয়ের সেবা দেবে ব্যাংক। বুধবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা পাঠিয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশনের অনুমোদিত স্থায়ী ও অস্থায়ী পশুর হাট গুলোতে জাল নোট এড়াতে শনাক্তকারী মেশিন বসানো হবে। যেখানে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিবে ব্যাংক কর্মকর্তারা। হাটের শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের এ সেবা দিবেন তারা।

নির্দেশনায় আরও বলা হয়, ঢাকার বাইরে সব জেলায় অনুমোদিত পশুর হাটগুলোকেও একই প্রক্রিয়ায় সেবা দিতে ব্যাংকের শাখাগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোন এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকে সেক্ষেত্রে অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের মাঝে দায়িত্ব বণ্টনে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হবে। মূলত বিক্রেতাদের ভোগান্তি কমাতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নির্দেশকরা।