রহমত ডেস্ক 29 June, 2022 04:57 PM
ফের বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২০ সালের ২ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন আলাল।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বনানীর প্রভা হেলথ সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। রিপোর্টে করোনা পজিটিভ আসে।
আলাল জানান, নিয়মিত চিকিৎসা নিতে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। তবে তাকে যেতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। মঙ্গলবার (২৮ জুন) উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আবার ভারতে যাওয়ার প্রাক্কালে পরীক্ষা করতে গেলে তার করোনা ধরা পড়ে।
এর আগে, শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোভিড পরীক্ষায় পজিটিভ হন। এর আগে গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম করোনা সংক্রমিত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ পাওয়া গিয়েছে। তিনি ডাক্তার রায়হান রাব্বানী সাহেবের তত্ত্বাবধায়নে আছেন। তার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।