| |
               

মূল পাতা সারাদেশ দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান


দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান


নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি     29 June, 2022     07:44 PM    


খাগড়াছড়ির দীঘিনালায় জোনের সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (২৯ জুন) বুধবার দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ, পিএসসি।

নগদ অনুদান হাতে পেয়ে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মায়ফা পাড়া এলাকার মহেন ত্রিপুরা ও তাঁর স্ত্রী খমিতা ত্রিপুরা বলেন, ‘আমার ছেলে শ্রান ত্রিপুরা (০৫) গত তিনমাস থেকে চক্ষু রোগে আক্রান্ত হয়ে শারীরিক কষ্ট পাচ্ছিল। আর্থিক অভাবে কারণে চোখের চিকিৎসা করাতে পারছি না। জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাতে পারব।

দীঘিনালা সেনাজোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ বলেন, ‘দীঘিনালা জোন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। এসময় তিনি আরো বলেন, ‘আজকে যে সহযোগিতা প্রদান করা হয়েছে এরকম সহযোগীতা করার জন্য দীঘিনালা জোন সব সময় প্রস্তুত রয়েছে।

এসময় ৪ই বেঙ্গল বেবি টাইগার্স দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মায়ফা পাড়া এলাকার মহেন ত্রিপুরাকে তাঁর ছেলের চোখের চিকিৎসার জন্য নগত ১৩ হাজার টাকা অনুদান প্রদান করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘীনালা