রহমত ডেস্ক 29 June, 2022 01:29 PM
ময়মনসিংহের ত্রিশালের আওলিয়ানগরে ভাওয়াল এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় এক ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
আজ (২৯ জুন) বুধবার সকাল পৌনে ৮ টার দিকে আওলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। পরে রিলিফ ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে আরেকটি ইঞ্জিন সংযুক্ত করলে পৌনে ৯ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মির্জা মো. মূসা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। পথে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর আবারও শুরু হয় ট্রেন চলাচল।