রহমত ডেস্ক 28 June, 2022 08:19 AM
খুলনা মহানগরীতে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করেছেন স্বজনরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- খান জাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহারিয়ার হাসান, সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম রাকিব ও কনস্টেবল মাহাবুব ইসলাম।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করেন তারা।
খান জাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহারিয়ার হাসান বলেন, সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর পথের বাজার চেকপোস্ট থেকে ৫শ’ গ্রাম গান পাউডারসহ খায়রুল নামে এক যুবককে আটক করা হয়। খায়রুল নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার মোহাম্মদের ছেলে।
তিনি আরো বলেন, রাত ৯টার দিকে খায়রুলের দেওয়া তথ্যমতে পূর্ব বানিয়াখামার বড় মসজিদের মোড়ে অভিযান চালিয়ে ইসমাইল হোসাইন ও ইব্রাহিম হোসাইন নামে দুজনকে আটক করা হয়। এ সময় খায়রুলের বাবা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা করেন। একইসঙ্গে পুলিশের গাড়িও ভাংচুর করা হয়।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা খুলনা বটিয়াঘাটা