| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৭ রোগী


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৭ রোগী


রহমত ডেস্ক     27 June, 2022     07:39 PM    


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ১৭ জনই ঢাকা বিভাগের।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১০৫ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন নয়জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৯৫৯ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।