রহমত ডেস্ক 25 June, 2022 12:31 PM
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম রাশিদা খাতুন (৩৫)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার আবদুল মোতালিবের মেয়ে।
এ ঘটনায় স্বামী মাসুদ মিয়া (৪০) ও দেবর সোহেল মিয়াকে (৩৮) আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন নিহতের বাবা আবদুল মোতালিব। পরে শনিবার (২৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ।
অভিযোগের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, প্রায় ২০ বছর আগে সুখিয়া এলাকার মাসুদের সঙ্গে বিয়ে হয় রাশিদার। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী ও দেবর যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করত। টাকা এনে দিলে সে টাকা দিয়ে জুয়া খেলত মাসুদ। এ নিয়ে পরিবারের মাঝে ঝামেলা লেগেই থাকতো।
শুক্রবার দিবাগত রাত ২টার পর যেকোনো সময় রাশিদাকে শ্বাসরোধে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে মাসুদ ও তার ভাই সোহেল। খবর পেয়ে শনিবার দুপুরের দিকে পুলিশ গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ পাকুন্দিয়া