রহমত ডেস্ক 24 June, 2022 03:23 PM
হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে।
আজ (২৪ জুন) শুক্রবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে বাসায় নিয়ে চিকিৎসার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। তাই আশা করা যাচ্ছে সন্ধ্যায় ম্যাডাম বাসায় ফেরার ছাড়পত্র পাবেন।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতালের বিশেষ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। একটি ব্লক অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুইটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।