রহমত ডেস্ক 24 June, 2022 10:54 AM
নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকার বাবতলি মোড়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চার শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মেয়ে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলিতে বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়।
স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।