রহমত ডেস্ক 22 June, 2022 06:57 PM
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট নগরসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। অসহায় এ জনগোষ্ঠীর মাঝে শুরু থেকেই উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের নেতারা।
আজ (২২ জুন) বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে তিনি গণ দোয়া অনুষ্ঠানে শরিক হবেন।
চরমোনাই পীরের সঙ্গে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলওয়ার হোসেন সাকী, সিলেট মহানগর সেক্রেটারি মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, মুফতি ওয়ালীউল্লাহ কাসেমী, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক আলহাজ্ব মো. আলাউদ্দিনসহ কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।