| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত হিলিতে ভারতীয় ট্রাকচালক আটক


হিলিতে ভারতীয় ট্রাকচালক আটক


রহমত ডেস্ক     22 June, 2022     08:59 AM    


হিলিতে ভারতীয়  সাগর শীল নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে অবৈধ মদ বহনের অভিযোগে তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে অবৈধ মালামালসহ তাকে হাকিমপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক ভারতীয় ট্রাকচালক সাগর শীল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রায়গঞ্জ গ্রামের আনন্দ শীলের ছেলে।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজ জানান, মঙ্গলবার বিকেলে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবদুল কাদের বাদী হয়ে মাদকদ্রব্য আইনে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন এবং জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় ট্রাক চালককে সোপর্দ করেছেন।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম বলেন, সোমবার (২০ জুন) বিকেলে এনএসআইয়ের মাধ্যমে সংবাদ পাই ভারতীয় গম বোঝাই একটি ট্রাকের চালকের সিটের নিচে  কয়েকটি পোটলায় ভারতীয় মাদকদ্রব্য আছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দরে সোর্স নিয়োগ করা হয়। সন্ধ্যায় ওই পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করলে ট্রাকটিতে অভিযান চালিয়ে তিনটি ব্যাগ জব্দ করা হয়।

তিনি জানান, ব্যাগে থাকা এক হাজার ৩৬৩ পিস ভারতীয় এম্পল, বিভিন্ন ধরনের ১৭৮ বোতল মদ জব্দ করা হয়। গম বোঝাই ট্রাকটি হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জিম্মায় রাখা হয়েছে।