| |
               

মূল পাতা রাজনীতি বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান খেলাফত আন্দোলনের


বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান খেলাফত আন্দোলনের


রহমত ডেস্ক     20 June, 2022     07:40 PM    


সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ বিভিন্ন জেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, বন্যার্ত মানুষের জন্য খাবার, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পুনর্বাসনসহ সার্বিকভাবে বন্যার্তদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে সরকার, সেবামূলক সংগঠন, দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। সাম্প্রতিক বন্যার ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারি বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবি জানন তিনি।

আজ (২০ জুন) সোমবার বাদ ফজর মুন্সীগঞ্জ জেলার বিশিষ্ট আলেম-উলামা, পেশাজীবি ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মোফাচ্ছির হোসাইন, মুন্সীগঞ্জ জেলা আহবায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান, তালহা জোবায়ের, সাইফুর রহমান, মাওলানা সাঈদুল ইসলাম, হাফেজ সেলিমসহ প্রতিনিধিবৃন্দ।

আগামীকাল ২১ জুন মঙ্গলবার দুপুর বারটায় বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আয়েশা রাদিআল্লাহু আনহাকে নিয়ে জঘন্যতম কটুক্তিকারী ভারতের সাবেক বিজেপি মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভারতীয় দূতাবাস অভিমূখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহবান জানান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ।