| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি আর কোনো জোটের সঙ্গে নেই : জি এম কাদের


ফাইল ছবি

জাতীয় পার্টি আর কোনো জোটের সঙ্গে নেই : জি এম কাদের


রহমত ডেস্ক     18 June, 2022     09:05 AM    


জাতীয় পার্টি আর কোনো জোটের সঙ্গে বা কোনো দলের সঙ্গে নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি জনগণের পাশে আছে। জনগণ পরিবর্তন চায়। জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালিত হবে, সেই বিষয়টি চিরস্থায়ী করার জন্য জনগণের পক্ষে রাজনীতিতে থাকবে জাতীয় পার্টি। আর যারা জনগণের পক্ষে থাকবে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়—তাহলে তাদের সঙ্গেই জাতীয় পার্টি হাত মেলাবে।’

শুক্রবার (১৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি পর্যায়ক্রমে সংবিধান সংশোধন করতে করতে এমন সংশোধন করেছে, এরপরে ক্ষমতায় যারা আসবে, সংবিধান রক্ষা করতে গেলে একনায়কতন্ত্র হিসেবে দেশ পরিচালনা করতে হবে।’

জিএম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল। কোনো দলের জন্য লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না। জাতীয় পার্টি নিজের নীতি নিয়ে কথা বলবে। বাংলাদেশের জনগণের যে মালিকানা ছিনতাই হওয়ার পথে, সেই মালিকানা ফিরিয়ে দেবে জাতীয় পার্টি।’