রহমত ডেস্ক 15 June, 2022 02:15 PM
মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আহত হন আরো ৩ জন। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতরা হলেন, ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বেলুন বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুনে গ্যাস প্রয়োগ করছিলেন ৩ বেলুন বিক্রেতা। এসময় গ্যাস ডুকানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ২ বেলুন বিক্রেতার পা উড়ে যায় ও ঘটনাস্থলে থাকা আরো এক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক বাচ্চার বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর মধ্যে আহত অজ্ঞাতনামা এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়।
আহত অপর ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়।