মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ নওয়াজের দল নির্বাচনে কারচুপির পরিকল্পনা করছে : ইমরান
রহমত ডেস্ক 14 June, 2022 11:51 AM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিকে ইনসাফ-পিটিআইর চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং শীর্ষ নির্বাচন নজরদারি প্রতিষ্ঠান আগামী সাধারণ নির্বাচনে কারচুপি করতে কাজ করছে। পাকিস্তানের নির্বাচন কমিশন হামজা শেহবাজ এবং মরিয়ম নওয়াজের কাছ থেকে নির্দেশনা পেয়েছে… তারা আগামী নির্বাচন কারচুপির পরিকল্পনা করছে। সোমবার (১৩ জুন) ইসলামাবাদে কৃষকদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে ।
আবারও দেশটির প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পিএমএল-এনের তাবেদারি অভিযোগ করে স্বচ্ছ নির্বাচনে জন্য প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন ইমরান খান। এছাড়া আগাম নির্বাচনের সম্ভাব্যতার ইঙ্গিত করেন, তিনি আশা করছেন খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং রাশিয়ার কাছ থেকে ছাড়মূল্যে তেল কেনার সাহস এই সরকারের নেই। যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ভারত ছাড়মূল্যে রাশিয়ার কাছ থেক তেল ও অস্ত্র কিনছে, কিন্তু এই আজ্ঞাবহ সরকারের তেল কেনার অনুমতি নেই।